সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির

Riya Patra | ২০ নভেম্বর ২০২৪ ০৪ : ০৯Riya Patra


অতীশ সেন, ডুয়ার্স: পাওনাদারদের তাগাদা থেকে বাঁচতে ঋণে জর্জরিত ব্যক্তি নিজের বাড়িতেই ডাকাতি করিয়ে পুলিশের জালে ধরা পড়লেন। মঙ্গলবার সন্ধেয় বানারহাট থানা সংলগ্ন শান্তিপাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে এক ব্যাক্তি আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির মালিকের কাছ থেকে নগদ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ডাকাতির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ফুটেজ দেখে অনেকেই তথাকথিত এই ডাকাতির ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। ভিডিওতে দেখা গিয়েছে হেলমেট পরে এক ব্যক্তি খালি হাতে হেলেদুলে ঘরে প্রবেশ করছেন এবং প্রায় বিনা বাধায় ড্রয়ার থেকে দুটি প্যাকেট বের করে নিয়ে চলে যাচ্ছেন। জেলার পুলিশ সুপার জানিয়েছিলেন, অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই, এর কোনও প্রমাণ পাওয়া যায়নি। 

 

এর পরই পুলিশ অভিযোগকারী ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাতেই ঘটনার সত্যতা সামনে চলে আসে। পুলিশি জেরায় তিনি স্বীকার করেন, কোনও ডাকাতি বা টাকা ছিনতাই এর ঘটনা ঘটেনি। এর পরই সাজানো ডাকাতির পরিকল্পনা করা ব্যবসায়ী এবং হেলমেট পরে ডাকাত সাজা তার বন্ধুকে পুলিশ গ গ্রেপ্তার করেছে। 

 

ঘটনার পর সমীর সরকার জানিয়েছিলেন, মাথায় হেলমেট পরা এক ব্যাক্তি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর বাড়ি থেকে সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর তিনি বানারহাট থানায় লিখিত অভিযোগ করেন। এই ঘটনার তদন্তে নেমে অভিযোগকারীর বয়ান, তার বাড়িতে থাকা সিসিটিভির ফুটেজ সহ এলাকায় থাকা অন্য বেশ কিছু ক্যামেরার ফুটেজ দেখে পুলিশের মনে সন্দেহ দেখা দেয়। 

 

বুধবার দুপুরে অভিযোগকারী ব্যবসায়ীকে ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। সন্ধেয় তিনি আসল ঘটনা স্বীকার করে নেন। জেলার পুলিশ সুপার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন। তাতে সমীর সরকারকে বলতে দেখা যায় - মেঘলাল নামের তাঁর এক বন্ধুকে ডেকে এনে পরিকল্পনা করে নিজের বাড়িতে তিনি ডাকাতি করিয়েছিলেন। টাকা খোয়া যায়নি, তার বন্ধুর কাছে কোনও আগ্নেয়াস্ত্রও ছিল না। তিনি মিথ্যা অভিযোগ থানায় দায়ের করেছিলেন। ঋণ শোধ করতে না পারার কারণে পাওনাদারদের তাগাদা থেকে বাঁচতেই তিনি ডাকাতির এই নাটকটি সাজিয়েছিলেন।

 

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খন্ডবাহলে উমেশ গণপত জানান, মিথ্যে অভিযোগ দায়েরকারী ব্যবসায়ী সমীর সরকার এবং তাঁর বন্ধুকে জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। থানা সূত্রে জানা গিয়েছে, সমীর সরকার এবং রাজা মহম্মদ ওরফে মেঘলাল নামের তাঁর বন্ধুকে বৃহস্পতিবার আদালতে পা ঠানো হবে।


নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া